Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
পদ্মা সেতুর কাজ শুরু এখন সময়ের ব্যাপার: যোগাযোগমন্ত্রী
বিস্তারিত

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর কাজ শুরু এখন সময়ের ব্যাপার। দুই থেকে আড়াই মাসের মধ্যে মূল পদ্মা সেতুর কাজ শুরু হবে।
আজ দুপুরে মাদারীপুরের কাওড়াকান্দি ফেরিঘাট ও শিবচরের বাখরেরকান্দি পদ্মা সেতুর আবাসন প্রকল্প এলাকাসহ বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন শেষে যোগাযোগমন্ত্রী এ কথা বলেন। খবর বাসসের।
মন্ত্রী বলেন, দ্বিতীয়বার বিশ্বব্যাংকের জন্য অপেক্ষা না করলে পদ্মা সেতুর কাজ শুরু করতে এত দেরি হতো না। তবে বিশ্বব্যাংকসহ অন্যান্য সহযোগী প্রতিষ্ঠান সেতুর যে নকশা ও পরিকল্পনা করেছে, সে অনুযায়ীই কাজ হবে। প্রধানমন্ত্রী এই কাজের উদ্বোধন করবেন।
মূল সেতুর জন্য ১০ হাজার কোটি টাকার দরপত্র হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা নিজস্ব অর্থায়নেই কাজ করছি।’
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক নূর-উর-রহমান, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কবিরউদ্দিন আহমেদ, মাদারীপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবিরসহ অন্যান্যরা নেতা-কর্মীরা।

ছবি
ডাউনলোড