Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Family Planning Center
Details

The Union Health and Family Welfare Center is located in the adjoining Union Market. "Ministry of Health and Family Welfare" is a Ministry of the People's Republic of Bangladesh. [2] One of the leading organizations of the Bangladesh government works on public health and family planning. The Department of Family Planning is a government agency located in Dhaka, Bangladesh which deals with family planning. In order to help increase the population growth rate, this directorate is conducting union level health and family welfare centers.

 

Image
label.column.field_office_cism

1. All women and children coming to Upazila Health Complex are required to provide health care services. In last one year, 65313 people have been given health care in the hospital. The day-night is open for 24 hours and the emergency patients are provided emergency treatment. Emergency medical services were provided to 276 people in the emergency department in the last 2012. EOC services are provided 24 hours a day-night. Here the caesarean section is operational. In the last 2012, 27 mothers have been seized. OTR crushers are available for diarrhea patients. Under the EPI program, immunization vaccines were provided to mother and children every day. At present, 96 percent of children are taking the vaccine under the EPI program. Health nutrition and reproductive health education are provided to the patients coming. Medical and medicines are provided free of cost to tuberculosis and leprosy patients. IMCI Corners are available for children. The number of medical services received by 6845 people under the IMCI program in last 2012. Child mortality rate in the upazila is 17.75 per 

Citizen Charter

সেবা গ্রহিতা যে সকল সেবা পাওয়ার অধিকার সংরক্ষণ করেন

১. স্বাস্থ্য উপকেন্দ্রে আগত নারী-পুরুষ, বৃদ্ধ-যুব-শিশু সকলকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

২. ডায়রিয়া রোগীদের জন্য ওআরএস সরবরাহ করা হয়।

৩. হাসপাতালে আগত প্রসূতি রোগীদের এন্টিনেটাল চেকআপসহ প্রয়োজনীয় উপদেশ দেয়া হয় এবং আয়রন

ট্যাবলেট সরবরাহ করা হয়।

৪. জাতীয় যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কার্যক্রমেরআওতায় যক্ষ্মা রোগীদের কফ্ পরীক্ষার জন্য কফ সংগ্রহ করা হয়

এবং যক্ষ্মা ও কুষ্ঠ রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা করা হয়।

৫. শিশু ও মহিলাদের ইপিআই কার্যক্রমেরআওতায় প্রতিষেধক টিকা দেওয়া হয়।

৬. উপস্বাস্থ্য কেন্দ্রে আগত রোগীদের স্বাস্থ্য, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা দেওয়া হয়।

৭. উপস্বাস্থ্য কেন্দ্রে আগত কিশোর-কিশোরী ও সক্ষম দম্পতিদের মধ্যে প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা

কার্যক্রমপরিচালনা করা হয়।

৮. প্রয়োজনে রোগীকে উপজেলা হাসপাতালে রেফার করা হয়।

৯. আগত রোগী ও তাদের আত্মীয়স্বজনগণ স্বাস্থ্যসেবা সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ ও উপদেশের জন্য সংশ্লিষ্ট

চিকিৎসকগণের সাথে সহজেই যোগাযোগ করতে পারেন।

১০. উপ-স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক নোটিশ বোর্ড সবার দৃষ্টি গোচর হয় এমন জায়গায় স্থাপিত আছে।

নোটিশ বোর্ডে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ আছে।

১১. সরবরাহ সাপেক্ষে ঔষধসমূহ সেবাকেন্দ্র হতে বিনামূল্যে প্রদান করা হয়। তবে চিকিৎসার প্রয়োজনে কোন

কোন ঔষধ কেন্দ্রের বাহির হতে সেবা গ্রহিতাকেক্রয় করতে হতে পারে।

১২. বোর্ডে মজুদ ঔষধের তালিকা, প্রদানকৃত সেবাসমূহের তালিকা, সেবা প্রদানকারী চিকিৎসকের তালিকা

টানানো আছে।

General Information

খাদ্য, পুষ্টি ও জনসংখ্যা উন্নয়ন কর্মসূচী প্রকল্পের মাধ্যমে পরিবার পরিকল্পনা স্হায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি বাস্তবায়ন করা হয়।

label.column.field_projects

খাদ্য, পুষ্টি ও জনসংখ্যা উন্নয়ন কর্মসূচী প্রকল্পের মাধ্যমে পরিবার পরিকল্পনা স্হায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি বাস্তবায়ন করা হয়।

Address

পরিবার পরিকল্পনা অফিস

ণড়িয়া,শরীয়তপুর।